সাবিনাদের কথা শুনলো বাফুফে, দ্রুত আসবে চূড়ান্ত সিদ্ধান্ত
টুইট ডেস্ক : জাতীয় নারী ফুটবলারদের বিদ্রোহের সমাধানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিশেষ কমিটি গঠন করেছে। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশেষ কমিটির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেন সাবিনা খাতুনরা।
বিশেষ কমিটির প্রধান ও বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান সন্ধ্যায় বাফুফে ভবনে প্রবেশের কিছুক্ষণ পরই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
একে একে বিদ্রোহী ১৮ নারী ফুটবলার কমিটির কাছে নিজেদের অবস্থান তুলে ধরেন। প্রায় তিন ঘণ্টা ধরে তাদের অভিযোগ শোনেন কমিটির সদস্যরা। আলোচনা শেষে ফুটবলারদের বক্তব্য রেকর্ড করা হয়।
বাফুফে জানিয়েছে, নারী ফুটবলারদের পর এবার কোচিং স্টাফ ও নারী উইংয়ের সদস্যদের ডাকা হবে। এরপর সাত কার্যদিবসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে জমা দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
কোচ পিটার বাটলারের অধীনে শুরুতে কয়েকজন ফুটবলার অনুশীলনে অংশ নেন। সিনিয়র ফুটবলাররা ক্যাম্পে যোগ দেননি। তবে দিন দিন অনুশীলনে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। শনিবার ১৩ জন ফুটবলার অনুশীলন করেছিলেন, রোববার আরও দু’জন যোগ দেন।
এখন পর্যন্ত ক্যাম্পে ৩১ ডাক পাওয়া ফুটবলারের মধ্যে ১৫ জন অনুশীলনে অংশ নিয়েছেন। সোমবার এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। বাফুফের ক্যাম্পে থাকা কিছু ফুটবলার সাবিনা-সানজিদাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেননি।
বিদ্রোহী ফুটবলারদের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় আলোচনা-সমালোচনা চলছে। পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিদ্রোহ করায় অনেকেই নারী ফুটবলারদের সমালোচনা করছেন।
গত বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ের পর যে উচ্ছ্বাস ও গর্ব ছিল, এখন তা কাদা ছোড়াছুড়িতে পরিণত হয়েছে। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন- এই সংকটের সমাধান কিভাবে হবে এবং বাফুফে কী সিদ্ধান্ত নেয়।