ব্যবসায়ী অপহরণ: ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান আবু সাদেক গ্রেপ্তার
টুইট ডেস্ক: ব্যবসায়ী অপহরণ করে ৬ কোটি টাকা চাঁদা আদায়ের মামলায় এস.এস. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান আবু সাদেককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা, রমনা থানার সাব-ইন্সপেক্টর আব্দুল কাদের।
মামলার পটভূমি অনুযায়ী, ভুক্তভোগী ব্যবসায়ী জুলফিকার আলী আদালতের নির্দেশে গত ২১ জানুয়ারি মামলা দায়েরের আবেদন করলে ২৩ জানুয়ারি রমনা থানায় মামলা রুজু করা হয় (মামলা নম্বর: ১৪)।
– আবু সাদেক, এমডি, এস.এস. গ্রুপ
– সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ
– সাবেক ডিসি ডিবি গোলাম সবুর
– তৎকালীন একজন অতিরিক্ত ডিআইজি
– ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ
– আবু সাদেকের ম্যানেজার মো. শামিম
এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়ী জুলফিকার আলীকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং ৬ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে এক সপ্তাহ সময় দেওয়া হয়। এরপর আরও দুইবার জুলফিকার আলীকে ডিবি কার্যালয়ে এবং ধানমন্ডির ১ নম্বর রোডের ড্রিমস বিউটি পার্লার ও ফিটনেস ক্লাবে নিয়ে নির্যাতন করা হয়।
ড্রিমস বিউটি পার্লার ছিল সিন্ডিকেটের প্রধান আড্ডার স্থান। এজাহারে উল্লেখ করা হয়েছে, এখানেই মনিরুজ্জামান তরুণসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা অপহরণ ও চাঁদাবাজির পরিকল্পনা করতেন।
অভিযোগ রয়েছে, আবু সাদেক সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠ হওয়ায় তার প্রভাব খাটিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ড্রেজার ব্যবসায় একচেটিয়া ঠিকাদারি পেতেন।
গ্রেপ্তারের পর আবু সাদেককে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে। মামলাটি রমনা থানার অধীনে তদন্তাধীন রয়েছে এবং পুলিশ সূত্র জানিয়েছে, আরও কয়েকজনের নাম আসতে পারে।