তিতুমীর কলেজ শিক্ষার্থীদের গুলশানে সড়ক অবরোধ

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গুলশান অবরোধ, তীব্র আন্দোলনের হুমকি শিক্ষার্থীদের

টুইট ডেস্ক: ঢাকার সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিক্ষোভে নেমেছে কলেজটির শিক্ষার্থীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মহাখালী থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা গুলশান-১ নম্বর গোলচত্বরে অবস্থান নেয়। ফলে এই রুটের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজটের।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিকেল ৪টা পর্যন্ত তাদের দাবির প্রেক্ষিতে আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তবে কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সড়ক অবরোধ করা হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,

“দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং কাল থেকে আরও তীব্র আকার ধারণ করবে।”

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের মুখে বিভিন্ন স্লোগান শোনা গেছে, যেমন: ‘তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘অধ্যক্ষের সিন্ডিকেট, মানি না মানব না’, এবং ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না’। এছাড়াও বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে আন্দোলনকারীদের।

শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে বিকেলে একটি বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, “ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে।”

বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে কমিটি তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে এই কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা। এ প্রক্রিয়া চলমান থাকায় সময় বেঁধে আন্দোলন করার যৌক্তিকতা নেই বলে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছে, “জনজীবনে ভোগান্তি সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করা যাচ্ছে।”

বিবৃতিতে সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবি-দাওয়ার বিষয়ে সরকার সর্বদা সচেতন এবং সহানুভূতিশীল বলে উল্লেখ করা হয়।