সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনে দুদকের অভিযান
টুইট ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে “সায়মা ওয়াজেদ পুতুলের” নেতৃত্বে গড়ে ওঠা “সূচনা ফাউন্ডেশনে” অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত সূচনা ফাউন্ডেশনে এ অভিযান পরিচালিত হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের এনফোর্সমেন্ট টিমের নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক মো. নওশাদ। তিনি জানান, প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, যার ভিত্তিতেই অভিযান পরিচালিত হয়েছে।
২০১৪ সালে প্রতিষ্ঠিত ‘সূচনা ফাউন্ডেশন’ একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংস্থা, যা ‘মানসিক প্রতিবন্ধিতা, স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম ও মানসিক স্বাস্থ্য সমস্যা’ নিয়ে কাজ করে। তবে, প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় দুদক এর কার্যক্রম খতিয়ে দেখছে।
এর আগে, গত ২৫ নভেম্বর ২০২৪ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে।
এছাড়া, গত ১২ জানুয়ারি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
মামলায় অভিযোগ করা হয়, তারা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নিয়েছেন।
এরপর ১৪ জানুয়ারি, পৃথক দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রাজউক থেকে প্লট গ্রহণে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনে দুদক।
দুদকের তদন্ত অব্যাহত রয়েছে, এবং সূচনা ফাউন্ডেশনের আর্থিক কার্যক্রম ও সম্পদের ব্যবহার নিয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে।