ট্রাম্পের ফেডারেল সহায়তা বন্ধের আদেশ আদালতে স্থগিত

টুইট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত বিলিয়ন ডলারের ফেডারেল অনুদান এবং ঋণ বন্ধের পরিকল্পনা আদালতে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে ট্রাম্পের এই পরিকল্পনা কার্যকর হওয়ার কথা ছিল, তবে তার আগেই এটি স্থগিত করা হয়।

 

ট্রাম্প প্রশাসনের ঋণ ও অনুদান স্থগিতের সিদ্ধান্ত ডিসট্রিক্ট অব কলাম্বিয়ার ফেডারেল আদালত আটকে দিয়েছে। মঙ্গলবার ডিসট্রিক্ট জাজ লরেন এল আলিখান এই আদেশ দেন।

এর আগে, অন্তত ২২টি স্টেইট এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা দেয়। স্টেইটগুলোর অ্যাটর্নি জেনারেলরা অভিযোগ করেন, প্রেসিডেন্ট তার এখতিয়ারের বাইরে গিয়ে সম্পূর্ণ অসাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিচারক লরেন আলিখান স্থানীয় সময় সোমবার (৩ ফেব্রয়ারি) বিকেল পাঁচটা পর্যন্ত এই পরিকল্পনা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। ওই দিন আদালত এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন বলে জানানো হয়েছে। আদালতের এই আদেশটি তোলা হয় অনুদান প্রাপকদের প্রতিনিধিত্বকারী একটি সংস্থার দায়ের করা মামলার প্রেক্ষিতে।

এছাড়া, হোয়াইট হাউস বাজেট অফিসের ভারপ্রাপ্ত প্রধান সংস্থাগুলিকে সমস্ত ফেডারেল আর্থিক সহায়তার বাধ্যবাধকতা বা বিতরণ সম্পর্কিত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেন। এই পদক্ষেপটি নতুন প্রশাসনকে তাদের এজেন্ডার সাথে সামঞ্জস্যপূর্ণ অনুদান এবং ঋণ মূল্যায়ন করার জন্য সময় দেয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এদিকে, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের ফেডারেল সহায়তা ও ঋণ স্থগিতের নির্দেশ দেন। গত সোমবার অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের অ্যাক্টিং ডিরেক্টর ম্যাথিউ ভিথ সাক্ষরিত এক মেমোতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর সাধারণ জনগণ এবং বিরোধীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, কারণ সবার আশঙ্কা, এই পদক্ষেপের ফলে সেবা প্রদানকারী কর্মসূচিগুলো ব্যাহত হবে এবং লাখ লাখ আমেরিকান ক্ষতিগ্রস্ত হবে।

হোয়াইট হাউসের এই আদেশের মাধ্যমে দুর্যোগ ত্রাণ থেকে শুরু করে ক্যান্সার গবেষণা পর্যন্ত ফেডারেল কর্মসূচির জন্য বরাদ্দকৃত কোটি কোটি ডলারের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা।