রেলের আহ্বান প্রত্যাখ্যান করে কর্মবিরতি, সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

টুইট ডেস্ক: রানিং স্টাফদের কর্মবিরতির ফলে সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শিডিউল অনুযায়ী প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়েনি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে অবসর ভাতা প্রদানসহ বিভিন্ন দাবি আদায়ে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা এ কর্মবিরতি শুরু করেন। রানিং স্টাফের মধ্যে ট্রেন চালক, গার্ড এবং টিকিট চেকাররা রয়েছেন।

কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বলেন, “আমরা রেল ভবন থেকে কোনো সিদ্ধান্তের কথা পাইনি। রেল চলাচল বন্ধ রাখার বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি।”

রানিং স্টাফরা জানিয়েছেন, কর্মবিরতির ফলে রাত ১২টার পর যে ট্রেনগুলো ছাড়ার কথা ছিল, সেগুলোও বন্ধ রয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের আহ্বান
রেলপথ মন্ত্রণালয় একটি গণবিজ্ঞপ্তি জারি করে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানালেও রানিং স্টাফরা দাবি আদায়ে অনড়। মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দাবিগুলো ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং দ্বিপাক্ষিক আলোচনাও অব্যাহত রয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রানিং এলাউন্স ৭৫ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করা হয়েছে এবং মাইলেজ এলাউন্সের শর্তও শিথিল করা হয়েছে।

রেল মন্ত্রণালয় কর্মসূচি প্রত্যাহার করে রেলের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য রানিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মচারীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে।

তবে রানিং স্টাফদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।