বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কমিউনিটি অ্যাফেয়ার্স সেল’ গঠন

টুইট ডেস্ক: সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘কমিউনিটি অ্যাফেয়ার্স সেল’ গঠন করেছে।

সোমবার (২৭ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল এ সেলের অনুমোদন দেন।

সেলটির সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম আইনী। এছাড়া ১৫ জন সদস্য নিয়ে সেলটি গঠন করা হয়।

সেলের সদস্যরা হলেন- রুপাইয়্যা শ্রেষ্ঠা তঞ্চঙ্গা, আসিফ নেহাল, ইয়াহইয়া জিসান, সৌরভ স্যামুয়েল জোয়ার্দার, বিশ্বজিৎ দত্ত, আশিকুল ইসলাম, রাকিবুল ইসলাম শান্ত, ইমাম হাসান, হৃদয় দাস, শেখ আসিফ আদনান, শায়েখ এমদাদুল্লাহ, আরিফুল ইসলাম রাতুল, হাবিবুর রহমান মাসরুর, মো. জুয়েল রানা এবং মো. মুঈনুজ্জামান।

নতুন সেলের মাধ্যমে সংগঠনটি কমিউনিটির বিভিন্ন ইস্যুতে কাজ করবে এবং সামাজিক বৈষম্য দূরীকরণে আরও কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা নিয়েছে।