প্রথম নারী হিসেবে নাসার দায়িত্ব পেলেন জ্যানেট পেট্রো

টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা’র দায়িত্বে এসেছে নতুন প্রশাসক। এতে প্রথম নারী হিসেবে সংস্থাটির দায়িত্ব পেয়েছেন জ্যানেট পেট্রো। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) ক্ষমতা নেয়ার দিনই তাকে নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নাসার এক বিবৃতিতে বলা হয়, জ্যানেট পেট্রো এখন নাসার ভারপ্রাপ্ত প্রশাসক। তিনি নাসার পরিচালনাপরিষদ, এর বাজেট ও কর্মসূচি দেখাশুনা করবেন। মার্কিন সিনেটের মাধ্যমে নতুন প্রশাসক নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে, ১৯৫৮ সালে নাসা গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো নারী এ সংস্থার নেতৃত্বে আসেননি। নাসার ১৪তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হলেন পেট্রো।

উল্লেখ্য, পেট্রো নিউইয়র্কে ওয়েস্ট পয়েন্টের ইউএস মিলিটারি একাডেমি থেকে ১৯৮১ সালে স্নাতক পাস করেন। বোস্টন বিশ্ববিদ্যালয়ের মেট্রোপলিটন কলেজ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন। এরপর মার্কিন সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।