স্টারমারের প্রশংসায় ট্রাম্প, শিগগিরই যাবেন যুক্তরাজ্য সফরে
টুইট ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, স্টারমার এখন পর্যন্ত অত্যন্ত ভালো কাজ করেছেন। রোববার (২৬ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।
স্টারমারের সঙ্গে কেমন সম্পর্ক- বিবিসির এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, আমি তাকে ভালো পাই, তাকে আমি বেশ পছন্দ করি। স্টারমার লিবারেল যা আমার থেকে একটু আলাদা। কিন্তু আমি মনে করি তিনি অনেক ভালো লোক এবং এখন পর্যন্ত তিনি অনেক ভালো কাজ করেছেন।
স্টারমারকে নিয়ে ট্রাম্প আরও বলেন, তিনি দর্শনের দিক থেকে তার দেশকে প্রতিনিধিত্ব করছেন। আমি তার দর্শনের সঙ্গে একমত না-ও হতে পারি, কিন্তু তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে।
পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে স্টারমারের সঙ্গে ফোনে কথা বলবেন বলেও জানান ট্রাম্প।
স্টারমারের প্রশংসায় ট্রাম্প পঞ্চমুখ হলেও তার ঘনিষ্ঠ মিত্র ও ধনকুবের ইলন মাস্ক স্টারমারের কড়া সমালোচক। তিনি ক্রমাগত স্টারমারের পদত্যাগের আহ্বান জানিয়ে আসছেন।
দ্বিতীয় মেয়াদে প্রথম বিদেশ সফর কোথায় হতে পারে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা সৌদি আরব হতে পারে, যুক্তরাজ্যও হতে পারে। ঐতিহ্যগতভাবে এটা যুক্তরাজ্য হতে পারে।
ট্রাম্প আরও বলেন, প্রথম মেয়াদে আমি প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাই, কারণ তারা ৪৫০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য কিনতে রাজি হয়েছিল।
উল্লেখ্য, গত নভেম্বরের নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার রায় পান ট্রাম্প। এর আগে ২০১৭ থেকে পরবর্তী চার বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি।