গাজায় অবিলম্বে টেকসই মানবিক যুদ্ধবিরতির আহ্বান চায়নার

ছবি সংগৃহিত

টুইট ডেস্ক : ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে টেকসই মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চায়না।
দেশটির পররাষ্ট্র দপ্তরের বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তারা।

এতে আরও বলা হয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে টেকসই ও দীর্ঘস্থায়ী মানবিক যুদ্ধবিরতি কার্যকর হওয়া প্রয়োজন।

চায়নার ওই বিজ্ঞপ্তিতে প্যালেস্টেনিয়ান বেসামরিক নাগরিকদের জোর করে স্থানান্তরের বিরোধিতা করে জাতিসংঘের স্পষ্ট বার্তা পাঠানো এবং সকল বেসামরিক নাগরিক ও জিম্মিদের মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে চায়না ইসরায়েল ও হামাসের মধ্যকার ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছিল। গাজায় প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে তা দুইদিন বাড়ানো হয়েছে।

মধ্যস্থতকারী কাতার, আমেরিকা ও ইজিপ্ট দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে।