বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে নতুন সম্ভাবনা
ছবি এআই
আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিয়ে নতুন আশার আলো
টুইট ডেস্ক: বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ সম্পর্ক শীতল হওয়ায় ভারতে চিকিৎসা নিতে বাংলাদেশি রোগীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে।
প্রতিবছর প্রায় ২৫ লাখ বাংলাদেশি রোগী ভারতে চিকিৎসার জন্য প্রায় ৫০ মিলিয়ন ডলার ব্যয় করতেন।
তবে এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন। চীনের রাষ্ট্রদূত ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং চীনা রোগী পাঠানোর ব্যাপারে আলোচনা করেছেন। পূর্বাচলে একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল নির্মাণে চীন সহযোগিতা করতে চায়।
করোনাকালে তুরস্ক, চীন এবং সৌদি আরবও বাংলাদেশে উন্নতমানের হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছিল। তবে বর্তমান সরকার সেই প্রস্তাব পুনর্বিবেচনা করতে পারে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশি রোগীদের আর বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে না। দেশেই তারা উন্নতমানের স্বাস্থ্যসেবা পাবেন।
দেশের মানুষ এখন নতুন করে স্বাস্থ্যসেবার উন্নতির স্বপ্ন দেখছেন।