ঢাকায় অতিরিক্ত হর্ন ও রঙিন কাঁচের ব্যবহার নিষিদ্ধ: ডিএমপির নির্দেশনা
টুইট ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ঢাকা মহানগরের যানবাহনে অতিরিক্ত ও অননুমোদিত হর্নের (Horn) ব্যবহার নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের ক্ষতি প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিএমপি জানায়, পরিবেশ সংরক্ষণ আইন-২০১৮ অনুযায়ী, নির্দিষ্ট স্থান যেমন হাসপাতাল, স্কুল, কলেজ এবং নির্দিষ্ট এলাকা হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া রঙিন কাঁচ ও কালো পলিথিন দিয়ে যানবাহনের জানালা ঢাকা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার ব্যতীত রাস্তা পারাপারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ডিএমপি সাধারণ জনগণকে এই বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়েছে যে, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।