দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রাবির সমন্বয়ক শহীদ

টুইট ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) রাত ১১টার দিকে নগরের হেতেম খাঁ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের ১৭ সদস্যবিশিষ্ট সমন্বয়ক কমিটির একজন সদস্য।

রাবির সমন্বয়ক মেহেদী সজীব জানান, হেতেম খাঁ এলাকার একটি ছাত্রাবাসে শহীদ থাকেন। ওই ছাত্রাবাসের পাশেই হামলা চালানো হয়। হামলার সময় শহীদের সহপাঠীরা তাকে বাঁচাতে গেলে তারা নিজেরাও আহত হন। হামলার পেছনে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে, তবে তার দলীয় পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

হামলার পর শহীদকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিরাপদে আছেন।

এ ঘটনার পর সমন্বয়ক মেহেদী সজীব দ্রুত হামলাকারীদের বিচার দাবি করেছেন। তিনি বলেন, “হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত।”

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাসুদ জানান, “এই ঘটনার ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। এখনও কোনো অভিযোগ করা হয়নি, তবে দোষীদের দ্রুত বিচার করা হবে।”