চট্টগ্রাম ওয়াসায় ২৫ লাখ টাকার বিল আত্মসাৎ, দুই কর্মচারী আটক

টুইট ডেস্ক: চট্টগ্রাম ওয়াসায় গ্রাহকদের বিল আত্মসাতের ঘটনায় দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রায় ২৫ লাখ টাকার বিল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির ধারণা, এই ঘটনার সঙ্গে ব্যাংক কর্মকর্তাসহ একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে।

ওয়াসার সূত্র জানায়, গ্রাহকদের কাছ থেকে বিলের টাকা আদায় করার পর ওয়াসার কম্পিউটার সিস্টেমে জমা দেখানো হলেও, আদতে সেই টাকা ওয়াসার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়নি। প্রাথমিক তদন্তে এ ধরনের প্রায় ২৫ লাখ টাকার অনিয়ম শনাক্ত করা হয়েছে।

এই ঘটনায় সোমবার (২০ জানুয়ারি) ওয়াসার দুই কম্পিউটার অপারেটর আজমির হোসেন ও মিঠুন ঘোষকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ওয়াসার কম্পিউটার প্রোগ্রামার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম ওয়াসা গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, চট্টগ্রাম ওয়াসার তালিকাভুক্ত ব্যাংক, শাখা এবং মোবাইল পেমেন্ট মাধ্যম (বিকাশ, নগদ, রকেট, গ্রামীণফোন) ছাড়া অন্য কোনো মাধ্যম বা ব্যক্তির মাধ্যমে বিল পরিশোধ না করার জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়েছে। অন্যথায় কোনো জালিয়াতি ঘটলে এর দায়ভার ওয়াসা বহন করবে না।

চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক কাজী শহিদুল ইসলাম জানান, গ্রাহকদের টাকা সুরক্ষার জন্য তারা জরুরি ভিত্তিতে এই বিজ্ঞপ্তি দিয়েছেন।

তিনি বলেন, “আমরা গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনায় দুই কর্মচারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি। তবে আমরা সন্দেহ করছি, এই চক্রে আরও কেউ জড়িত থাকতে পারে। এমনকি ব্যাংকের কর্মকর্তাদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে। তদন্তের মাধ্যমে সব কিছু উদ্ঘাটন করা হবে।”

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জানান, আটক কর্মচারীদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।

ওয়াসা কর্তৃপক্ষ গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং বিল পরিশোধের ক্ষেত্রে নির্ধারিত মাধ্যমগুলো ব্যবহার করতে অনুরোধ করেছে।

এই ঘটনার পর প্রতিষ্ঠানটির আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ নজরদারি চালানোর কথাও জানানো হয়েছে।