রাজশাহীর সাবেক এমপি কালামের বিরুদ্ধে দুদকের মামলা
বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতি:
অতিরিক্ত বিল: ৩৩,৬৫,৬৬১ টাকা।ভ্যাট ও ট্যাক্স আত্মসাৎ:
পরিমাণ: ৫৫,০৬,৭৮২ টাকা।
টুইট ডেস্ক: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেছে।
মামলাটি দায়ের করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদকের জেলা কার্যালয়ে মামলা দায়েরের পর বিষয়টি নিশ্চিত করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাহেরপুর পৌরসভার মেয়র থাকাকালীন আবুল কালাম আজাদ, ঠিকাদার এবং প্রকৌশলীদের যোগসাজশে একটি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন।
দুদক জানায়, পরিবেশ ও জলবায়ু তহবিলের আওতায় ১৩ কোটি টাকার একটি বিশেষ প্রকল্পের অধীনে ৪ কোটি ৯৮ লাখ টাকায় তাহেরপুর পৌরসভায় ৪১৫ মিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ ছিল। কিন্তু তদন্তে দেখা যায়, প্রকল্পে ৪০৫ মিটার কাজ সম্পন্ন হয়, কিন্তু পুরো ৪১৫ মিটারের বিল পরিশোধ করা হয়। এই অতিরিক্ত ৩৩ লাখ ৬৫ হাজার ৬৬১ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।
মামলায় আবুল কালাম আজাদ ছাড়াও আরও তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন, ঠিকাদার খালেদ মোহাম্মদ সেলিম, তাহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, উপসহকারী প্রকৌশলী জাহিদুল হক।
দুদক আরও জানায়, মেয়র থাকাকালীন আদায় করা ভ্যাট ও ট্যাক্সের ৫৫ লাখ ৬ হাজার ৭৮২ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন আবুল কালাম আজাদ। কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের তদন্তে এই অর্থ আত্মসাতের তথ্য প্রমাণিত হয়।
আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া আবুল কালাম আজাদ বর্তমানে কারাগারে রয়েছেন। মামলার কপি ইতোমধ্যে জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে এবং শীঘ্রই অভিযোগপত্র দাখিল করা হবে বলে দুদক জানিয়েছে।