মেডিকেল ভর্তি ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
টুইট ডেস্ক: মেডিকেল ভর্তি পরীক্ষার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ফলাফল পুনরায় প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রোববার (১৯ ডিসেম্বর) সংগঠনের সদস্য (দপ্তর সেল) শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি উত্থাপন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য প্রকাশিত ফলাফলে কোটার ভিত্তিতে ১০০ নম্বরের মধ্যে মাত্র ৪১-৪৬ নম্বর পেয়ে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন। অথচ তুলনামূলকভাবে অনেক বেশি নম্বর প্রাপ্ত যোগ্য শিক্ষার্থীরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে শিক্ষার্থীদের একটি বড় অংশের মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও উল্লেখ করে, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছিল, তার মূল প্রেক্ষাপট ছিল বৈষম্যমূলক কোটা ব্যবস্থার সংস্কারের দাবি। বর্তমান কোটা ব্যবস্থা সেই অভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক, যা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রমাণ বহন করে।
সংগঠনটি দাবি করে, “শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত। ফলে, এই বৈষম্যমূলক কোটা ব্যবস্থার অপব্যবহারের দায়ভার সরকারকেই বহন করতে হবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনগ্রসর শ্রেণির ‘উপযুক্ত প্রতিনিধিত্ব’ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কোটা রেখে অন্য সব অযৌক্তিক কোটা বিলোপ করতে হবে। একই সঙ্গে সদ্য প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
এই দাবি বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।