চাঁদাবাজি: তিনজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ
টুইট ডেস্ক: রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় বাসসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে তিনজন চাঁদাবাজকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ জহিরুল হক (৩৭), মোঃ সুমন মিয়া (৪৩), এবং মোঃ আশিকুল ইসলাম (৩০)।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫:৩০ মিনিটে কোতয়ালী থানার একটি টহল টিম বাবুবাজার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত ৮,১৫০ টাকা উদ্ধার করা হয়।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, ভ্যানগাড়ি ও সিএনজি চালকদের কাছ থেকে ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করছিল। এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই অভিযান চাঁদাবাজি রোধে পুলিশের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।