রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলন: চাঁদাবাজি বন্ধের আহ্বান
টুইট ডেস্ক: রাজশাহী নগরের ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে দলের আমির শফিকুর রহমান বলেছেন, “চাঁদাবাজি ও দখলদারি থেকে সরে আসুন। এ ধরনের কর্মকাণ্ড আমাদের শহীদদের আত্মাকে কষ্ট দেয়, মানবতা অপমানিত হয়।”
তিনি আরও বলেন, “আমাদের শহীদদের রক্ত দান সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ছিল। যারা চাঁদাবাজি করছেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ লড়াই থামবে না।”
শহীদদের স্মরণে জাতীয় ঐক্যের আহ্বান
সম্মেলনে শফিকুর রহমান শহীদদের কোনো দলীয় পরিচয়ে আবদ্ধ না রেখে জাতীয় বীর হিসেবে মর্যাদা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “তাঁরা আমাদের জাতীয় সম্পদ। তাঁদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত।”
কর্মী সম্মেলনের উদ্বোধন করেন শহীদ সাকিব আনজুমের বাবা সাইদুল হক। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল চিকিৎসক সমাবেশ, মহিলা সদস্য সমাবেশ, এবং ব্যবসায়ীদের সঙ্গে আলাদা আলোচনা সভা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সম্মেলন রাজশাহীর জামায়াত কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।