মায়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন তারেক রহমান
টু্ইট ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে মাকে দেখতে যান তিনি।
এ সময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “সন্তান হিসেবে দেশবাসীকে বলব ওনার জন্য দোয়া করার জন্য।”
তবে মায়ের জন্য দোয়া চাওয়ার বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য শুক্রবার একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে হার্ট, কিডনি, আর্থ্রাইটিস, লিভার এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগতে থাকা খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে পৌঁছান। সেদিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন।
দেশের গণতন্ত্রপন্থী নেত্রীর সুস্থতা কামনায় তারেক রহমানের এই আহ্বান ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।