ইমাম-মুয়াজ্জিনরা পাবেন সম্মানী ভাতা, শীঘ্রই আওতায় আসবেন পুরোহিতরা
টুইট ডেস্ক: দেশের সাড়ে তিন লাখ মসজিদের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন এবং খাদেমদের জন্য সম্মানী ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম দফায় দেশের মোট মসজিদের ১০ শতাংশে এই কর্মসূচি পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
সরকারি এই কর্মসূচির আওতায় ইমামদের জন্য মাসিক ৫ হাজার, মুয়াজ্জিনদের ৪ হাজার এবং খাদেমদের ৩ হাজার টাকা সম্মানী ভাতা নির্ধারণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সকল মসজিদকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
মসজিদভিত্তিক এই উদ্যোগ বাস্তবায়নে ইসলামিক ফাউন্ডেশন সম্প্রতি সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে গঠিত এই কমিটি মসজিদগুলোর তালিকা তৈরি এবং নীতিমালা হালনাগাদ করার কাজ করবে।
সামাজিক নিরাপত্তার আওতায় ধর্মীয় নেতারা
ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, “প্রথম ধাপে দেশের ১০ শতাংশ মসজিদে কর্মসূচি চালু করা হবে। পরে ধাপে ধাপে সব মসজিদই এই উদ্যোগের আওতায় আসবে।”
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুধুমাত্র মসজিদ নয়, দেশের মন্দিরের পুরোহিত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্যও এই সম্মানী ভাতা প্রদানের পরিকল্পনা রয়েছে।
সরকারের এই পদক্ষেপ ধর্মীয় নেতাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।