ব্যাংক কর্মকর্তাদের ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বাধ্যতামূলক: অভিজ্ঞদের ছাড়
টুইট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) ব্যাংক কর্মকর্তাদের জন্য ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বাধ্যতামূলক করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জারি করা সার্কুলারে কর্মকর্তাদের পদোন্নতি ও দক্ষতা বৃদ্ধিতে এ পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক পরিচালিত এই পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে:
প্রথম পর্ব (জেএআইবিবি): ব্যাংকিংয়ের মৌলিক ও প্রাথমিক জ্ঞান যাচাই।
দ্বিতীয় পর্ব (এআইবিবি): উচ্চতর ব্যাংকিং জ্ঞান ও দক্ষতা যাচাই।
পরীক্ষার পাঠ্যক্রমকে আধুনিক ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে, যা কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত উৎকর্ষতা অর্জনে সহায়তা করবে।
পদোন্নতিতে পরীক্ষা আবশ্যক
সার্কুলারে বলা হয়েছে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে সিনিয়র অফিসার বা সমমানের পদে নিয়োগপ্রাপ্ত বা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ১ম পদোন্নতিতে জেএআইবিবি এবং ২য় পদোন্নতিতে এআইবিবি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
তবে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তারা পরীক্ষায় অংশগ্রহণ না করেও অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর পাবেন।
অর্থনৈতিক প্রণোদনা
পরীক্ষায় উত্তীর্ণ কর্মকর্তাদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে।
– জেএআইবিবি উত্তীর্ণ হলে ন্যূনতম ৩৫,০০০ টাকা।
– এআইবিবি উত্তীর্ণ হলে ন্যূনতম ৫০,০০০ টাকা।
এই প্রণোদনা ৯৯তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম থেকে কার্যকর হবে।
ব্যতিক্রম ও অন্যান্য নির্দেশনা
মূল ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত নয় এমন কর্মকর্তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য নয়। তবে পরবর্তীতে মূল কার্যক্রমে স্থায়ীভাবে পদায়নের আগে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পূর্ববর্তী নির্দেশনার বিলুপ্তি
সার্কুলারে বিআরপিডি সার্কুলার নং-০৩ (০৮ ফেব্রুয়ারি ২০২৩) এবং সার্কুলার লেটার নং-২৪ (২৩ জুলাই ২০২৩) সহ আগের সব নির্দেশনা রহিত করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার অধীনে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ ব্যাংক খাতে দক্ষ মানবসম্পদ তৈরি, শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
#বাংলাদেশব্যাংক #ব্যাংকিংপ্রফেশনালএক্সাম #পদোন্নতি