বাংলাদেশে এইচএমপিভিতে আ’ক্রান্ত নারীর মৃ*ত্যু
টুইট ডেস্ক: বাংলাদেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজন নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ৩০ বছর বয়সী সানজিদা আক্তার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৭টায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার।
তবে ডা. বাশার জানিয়েছেন, মৃত্যুর কারণ সরাসরি এইচএমপিভি নয়। তার আরও কয়েকটি জটিল রোগ ছিল। তিনি বলেন, “ওই নারী ক্লেবসিয়েলা নিউমোনিয়া, কিডনি সমস্যা এবং অতিরিক্ত ওজনজনিত সমস্যায় ভুগছিলেন। এসব কারণে তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হয়। ভাইরাল নিউমোনিয়া থেকে সেরে উঠলেও অন্যান্য জটিলতা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।”
১২ জানুয়ারি, ওই নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত হয়। তিনি বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস না থাকা সত্ত্বেও ভাইরাসে আক্রান্ত হন। জানা যায়, তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব।
আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান)-এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানিয়েছেন, “এইচএমপিভি নতুন কোনো ভাইরাস নয়। প্রতিবছরই দেশে দু-চারজন আক্রান্ত রোগী পাওয়া যায়। তবে সম্প্রতি প্রতিবেশী দেশগুলোতে এর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আমাদের সতর্ক থাকতে হবে।”
এই ভাইরাসের চিকিৎসায় এখনও কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল থেরাপি বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। রোগের উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, ভাইরাসটি বেশি ঝুঁকিপূর্ণ ১৪ বছরের কম বয়সী শিশু, ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য।
১২ জানুয়ারি, স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিবৃতিতে জানানো হয়, চীন, ভারত, মালয়েশিয়া ও জাপানে ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বাংলাদেশেও সংক্রমণ রোধে সকল পয়েন্ট অব এন্ট্রি এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিশেষ সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে।
এইচএমপিভি ভাইরাস ২০০১ সালে প্রথম শনাক্ত হয়। তবে গবেষকদের মতে, ভাইরাসটি বহু আগে থেকেই বিদ্যমান ছিল। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, এটি শিশু এবং বয়স্কদের মধ্যে ব্রংকাইটিস এবং নিউমোনিয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে।
বাংলাদেশে এই ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা দেশজুড়ে সতর্কতার বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জনগণকে সচেতন থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।