সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা
টুইট ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন লতিবাবাদ এলাকার তহমুল ইসলাম।
এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে আসামি করা হলো।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরসহ আরও অনেককে আসামি করা হয়েছে। এতে আবদুল হামিদ তিন নম্বর আসামি।
কিশোরগঞ্জ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় মোট ১১টি মামলাসহ প্রায় অর্ধশত মামলা দায়ের হয়েছে। তবে এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে আসামি করা হলো।