হামাস আরও ১১ জিম্মিকে মুক্তি দিল
বিশ্ব ডেস্ক : চলমান চুক্তির অংশ হিসেবে হামাস সোমবার রাতে আরও ১১ জিম্মির মুক্তি দিয়েছে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছে কাতার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক এক্সবার্তায় জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত জিম্মিদের মধ্যে কয়েকজন দ্বৈত নাগরিকও ছিলেন।
ওই এক্সবার্তায় তিনি বলেন, গাজা থেকে মুক্তি দেয়া জিম্মিদের মধ্যে ৩ জন ফ্রেঞ্চ, ২ জন জার্মান ও ৬ জন আর্জেন্টিনার নাগরিক রয়েছেন।
তিনি আরও বলেন, তাদেরকে আইসিআরসি এর কাছে হস্তান্তর করা হয়।
ইসরায়েলের কারাগার থেকে প্যালেস্টাইনের ৩০ জন শিশু ও ৩ জন নারীর মুক্তি পাওয়ার হামাসের বিবৃতির ব্যাপারেও নিশ্চিত করেছেন তিনি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মিরা বর্তমানে ইসরায়েলের পথেই রয়েছেন।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এক বিবৃতিতে জানায়, রেড ক্রস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ১১ জন জিম্মি বর্তমানে ইসরায়েলের পথে রয়েছেন।
পৃথক এক বিবৃতিতে হোয়াইট হাউয জানিয়েছে, মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে আমেরিকান কেউ নেই।