এমপি কোটায় বিলাসবহুল গাড়ি: এনবিআরের নতুন সিদ্ধান্ত

টুইট ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সরকারের এমপিদের নামে আনা ৪২টি পাজেরো গাড়ি নিলামের পরিবর্তে আমদানিকারক প্রতিষ্ঠানকে দিয়ে ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রায় ৪০০ কোটি টাকা বাড়তি রাজস্ব আয় হতে পারে বলে আশা করছে এনবিআর।

চট্টগ্রাম বন্দরের কারশেডে ৫ মাস ধরে আটকা পড়া এসব গাড়ি এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা হয়েছিল।

তবে, গাড়ির আমদানিকারকরা পালিয়ে যাওয়ার কারণে শুল্ক ছাড়ে সমস্যা তৈরি হয়। এনবিআরের নতুন সিদ্ধান্তে আমদানিকারকরা শুল্ক পরিশোধ করলে গাড়িগুলো ছাড় দেওয়া হবে, অন্যথায় তা নিলামে তোলা হবে।

চট্টগ্রাম কাস্টম হাউজের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম জানিয়েছেন, যদি শুল্ক পরিশোধ না করা হয়, তবে গাড়িগুলো নিলামে তোলা হবে।

গাড়ির মূল্য ১ থেকে ১.৫ কোটি টাকা হলেও, শুল্কসহ তা ১২ থেকে ১৫ কোটি টাকায় পৌঁছাবে। ব্যবসায়ীরা মনে করছেন, এত দামে গাড়ি বিক্রি কঠিন হবে।