হাসনাত আবদুল্লাহ: ‘সংবিধান কারও বাপের না’

টুইট ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, “সংবিধান কারও বাপের না।” তিনি বলেন, সংবিধান কোনো ব্যক্তির মালিকানাধীন নয় এবং বংশগত বা রাজনৈতিক সুবিধা প্রদানের মাধ্যমে বর্তমান সরকার সংবিধানের পক্ষে দাঁড়িয়েছে।

৮ জানুয়ারি নিজের ফেসবুক পেজে দেয়া পোস্টে হাসনাত বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের যে অসম সুবিধা দেওয়া হত, সেই রকম সুবিধা আজকাল সংবিধান কমিটির সদস্যদের সন্তানদের দেওয়া হচ্ছে।’

এছাড়া, তিনি বলেন, ‘৭২-এর সংবিধান তৈরির কমিটি পাকিস্তানের সংবিধান তৈরির ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছিল, আর সে কথা স্মরণ করিয়ে দিই।’

এর আগে, ৬ জানুয়ারি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এক ছাত্র সমাবেশে হাসনাত আবদুল্লাহ বর্তমান সরকারের বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, এবং ২০১৪, ২০১৮, ২০২৪ সালের নির্বাচনের কারচুপির অভিযোগের কোনোটিরই বিচার হয়নি।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ‘জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য এই বিচারগুলো নিশ্চিত করতে হবে।’