ঘন কুয়াশায় ঢাকা দিল্লিতে দৃশ্যমানতা শূন্য, ফ্লাইট চলাচল ব্যাহত
টুইট ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লি এখন কুয়াশার ঘন চাদরে আচ্ছন্ন। ভয়াবহ শীত আর ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন বিমান ও ট্রেনযাত্রীরা।
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃষ্টিসীমা কমে যাওয়ায় প্রায় ২০০টি ফ্লাইটের সূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ফ্লাইট কম ভিজিবিলিটিতে ল্যান্ডিং করতে সক্ষম নয়, সেগুলো এই পরিস্থিতিতে প্রভাবিত হচ্ছে।
শুধু নয়াদিল্লি নয়, পাঞ্জাবের অমৃতসর, জম্মু ও উত্তর প্রদেশের আগ্রার মতো অঞ্চলের বিমানবন্দরগুলোতেও কার্যত শূন্য দৃশ্যমানতা রেকর্ড করা হয়েছে, যা ওই অঞ্চলের সামগ্রিক ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করেছে।
এছাড়া কুয়াশার কারণে দিল্লি থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ২৫টি ট্রেনও বিলম্বিত হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহের মধ্যে তাপমাত্রা আরও কমবে। বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা হ্রাস পেয়ে শুক্রবার ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঘন কুয়াশার কারণে বুধবার দিল্লিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে, যা পরিস্থিতি আরও অবনতি হলে বৃহস্পতিবার ও শুক্রবারে হলুদ সতর্কতায় উন্নীত হবে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার কুয়াশার কবলে পড়ে নয়াদিল্লিগামী এবং প্রস্থানের প্রায় ৩০০টি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল।
কুয়াশার দাপটে ব্যাহত এই পরিস্থিতি যাত্রীদের ভোগান্তি আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দৃষ্টিসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণ পরিকল্পনায় যাত্রীদের বাড়তি সময় হাতে রাখতে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।