নর্থ ক্যারোলাইনায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩
টুইট ডেস্ক : নর্থ ক্যারোলাইনায় রোববার তিন জনকে হত্যা করে সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছে।
গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডেপুটিরা চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।
কর্তৃপক্ষ জানিয়েছে, অট্রিভিলের কাছে একটি ব্যক্তিগত রাস্তায় একটি তাঁবুর পাশে দুই পুরুষ ও দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
স্যাম্পসন কাউন্টি শেরিফের ক্যাপ্টেন এরিক পোপ ডব্লিউআরএএল টিভিকে বলেছেন, ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা করা হচ্ছে, তিনজনকে হত্যা করে একজন আত্মহত্যা করেছে।
নিহতদের নাম প্রকাশ করা হয়নি।
পোপ বলেছেন, গুলির ঘটনা কীভাবে ঘটেছে তা জানার জন্য তদন্তকারীরা এখনও প্রমাণ সংগ্রহ করছেন।
স্টেইটের ক্যাপিটাল রালেই শহর থেকে অট্রিভিল প্রায় ৫৫ মাইল দক্ষিণে অবস্থিত।