গাজার আল শিফা হাসপাতালের পরিচালক গ্রেফতার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ উদ্বেগিত
টুইট ডেস্ক : গাজার আল শিফা হাসপাতালের পরিচালকের ভাগ্য নিয়ে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ’হু’ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
হামাস যোদ্ধারা এই হাসপাতালের আত্মগোপনে আছে-এই অভিযোগে ইসরায়েলি বাহিনী তাকে আটক করেছে।
হু এক বিবৃতিতে বলেছে, অবরুদ্ধ প্যালেস্টাইন ভূখন্ডের সবচেয়ে বড় হাসপাতালের প্রধানকে বুধবার অন্য পাঁচজন স্বাস্থ্যকর্মীসহ গ্রেফতার করা হয়েছিল। এসময় তারা রোগীদের সরিয়ে নেয়ার জন্য জাতিসংঘের মিশনে অংশ নিয়েছিলেন।
হু বলেছে, প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির তিন চিকিৎসা কর্মী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিন জনকে আটক করা হয়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, তারপর থেকে ছয়জনের মধ্যে দুইজনকে মুক্তি দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে আল-শিফা হাসপাতালের পরিচালকসহ বাকি চার স্বাস্থ্য কর্মীদের অবস্থা সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।
জাতিসংঘের সংস্থাটি তাদের আটকের পর আইনি ও মানবাধিকার সম্পূর্ণভাবে পালন করার আহ্বান জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র শনিবার বলেছেন, হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৭ অক্টোবর হামাস যোদ্বারা হামলার পর ইসরায়েলি স্থল আক্রমণের প্রধান কেন্দ্রবিন্দু আল-শিফার অভ্যন্তরে পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়া প্রায়শই আবু সালমিয়াকে উদ্ধৃত করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে হাসপাতালে অভিযান চালিয়েছে। তারা অভিযোগ করেছে, হামাস যোদ্ধারা গাজা শহরের নিচে কমপ্লেক্সের একটি টানেল ব্যবহার করে হামলা চালায়। হামাস এবং হাসপাতালের কর্মকর্তারা এ দাবি অস্বীকার করেছেন।
হু এক সপ্তাহের ব্যবধানে আল-শিফায় তিনটি মিশন চালিয়েছে।সংস্থাটি জানিয়েছে, একবারের চেষ্টায় হাসপাতাল থেকে ৩১টি শিশুকে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।
হু জানায়, বুধবার প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের সহযোগিতায় পরিচালিত তৃতীয় মিশনের সময় রোগী তাদের আত্মীয় স্বজন এবং স্বাস্থ্যসেবা কর্মীসহ ১৫১ জনকে সরিয়ে নেয়া হয়।