নির্বাচন কমিশনের ৪ কর্মকর্তা ওএসডি পদায়ন

টুইট ডেস্ক: নির্বাচন কমিশন সচিবালয় কমিশনের (ইসি) বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

জানা গেছে, এনআইডির পরিচালক (উপসচিব) মো. ফরহাদ হোসেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালকের (অপারেশনস) দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।

ওএসডি থাকা মোহা. জাহাঙ্গীর হোসেনকে সচিবালয়ে উপসচিব, আর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জিল্লুর রহমান ও মোহাম্মদ রবিউল আলমকে সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগের পরপরই এই চার কর্মকর্তাকে ওএসডি করেন সদ্য ওএসডি হওয়া নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।

এর মধ্যে এনআইডির পরিচালক মো. ফরহাদ হোসেনকে আউয়াল কমিশনের এক কমিশনারের ব্যক্তিগত আক্রোশের কারণে ওএসডি করা হয়। এছাড়া বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে বাকি তিন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ জিল্লুর রহমান এবং মোহাম্মদ রবিউল আলমকে ইসি কর্মকর্তাদের একটি গ্রুপের পরামর্শে সচিব শফিউল আজিম ওএসডি করেন।