রাশিয়া ইউক্রেইনের ১৬টি ড্রোন ভূপাতিত করেছে : মস্কো

প্রতীকী ছবি।

টু্ইট ডেস্ক : রাশিয়ার দক্ষিণাঞ্চলে এবং ক্রিমীয় উপদ্বীপে শুক্রবার ইউক্রেইনের ১৬টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাতে রাশিয়ান ফেডারেশনের বিভিন্ন স্থানে ড্রোন ব্যবহার করে কিয়েভ সরকারের সন্ত্রাসী হামলা চালানোর প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে।

রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেইনের ১৬টি ড্রোন ধ্বংস করেছে। এসব ড্রোনের মধ্যে ক্রিমীয় উপদ্বীপে ১৩টি এবং ভলগোগ্রাদ অঞ্চলে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়।

ইউক্রেইন গত জুনে তাদের পাল্টা হামলা জোরদারের অংশ হিসেবে রাশিয়ার সামরিক স্থাপনায় এবং ক্রিমীয় উপদ্বীপে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে।এর আগে ২০০৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়।