কমলো ডিজেল ও কেরোসিনের দাম

টুইট ডেস্ক: আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জ্বালানি বিভাগ হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই দর আগামীকাল শুক্রবার (১ নভেম্বর) থেকে কার্যকর হবে।

এদিকে, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে অকটেন ১২৫ টাকা ও পেট্রোল ১২১ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম কমায় সরকার। তখন প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমানো হয়েছিল।

এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা ৫০ পয়সা, পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে কমে ১২১ টাকা এবং অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমে ১২৫ টাকা দাড়িয়েছিল।