পোরশার গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
টুইট ডেস্ক: নওগাঁর পোরশায় গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সংশ্লিষ্ট কলেজে অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।মার্কেটিং বিভাগের প্রভাষক রশিদ চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক রেজাউল করিম, মার্কেটিং বিভাগের সহকারি অধ্যাপক আবুল কালাম চৌধুরী, প্রভাষক প্রণয় চন্দ্র মন্ডল (পদার্থ বিজ্ঞান), ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক অমল কুমার ঘোষ।
সমাবেশ শেষে চলতি বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় অভিভাবক সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।