মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখা আহ্বান ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাবের
নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে কবিতা, গল্প ও প্রবন্ধ আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব। দিবসটি উপলক্ষে স্মরণিকা প্রকাশ করতে সকল ব্যাংকের লেখকদের নিকট থেকে লেখা আহ্বান করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাবের সাহিত্য সম্পাদক ড. শামীম আরা জানান, ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি ড. তাপস চন্দ্র পাল ও সাধারণ সম্পদাক লায়ন হামিদুল আলম সখার নির্দেশক্রমে মহান বিজয় দিবস উপলক্ষে স্মরণিকা প্রকাশ করতে লেখা আহ্বান করা হয়েছে। লেখা অবশ্যই মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক হতে হবে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে লেখা জমা দিতে হবে। ব্যাংকে কর্মরত ছাড়াও তাদের পরিবারের লেখকরা লেখা পাঠাতে পারবেন।