অধিনায়ক ছাড়াই দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

টুইট ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা করা হয়েছে। পূর্ব ধারণা মতোই এই দলে রাখা হয়নি সম্ভাব্য টেস্ট দলের একজনকেও। একটি কৌতূহল জাগানিয়া ব্যাপার তবু রয়ে গেছে। দলের অধিনায়কের নাম জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ থাকবেন টেস্ট দলে। তার অনুপস্থিতিতে সবশেষ নেতৃত্ব দেওয়া ট্রাভিস হেডও টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। প্যাট কামিন্স তো টেস্ট দলের অধিনায়কই। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটির জন্য তাই অধিনায়ক বাছাই করতে হবে নির্বাচকদের।

অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে নেতৃত্বের জোর বিবেচনায় থাকবেন গ্লেন ম্যাক্সওয়েল। আগ্রাসী এই ক্রিকেটারের মতোই বিগ ব্যাশে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে অ্যাডাম জ্যাম্পা, অ্যারন হার্ডি ও ম্যাথু শর্টের। বিবেচনায় থাকবেন তারাও।

এমনকি জশ ইংলিসের সম্ভাবনাও আছে যথেষ্ট। নেতৃত্বের সহজাত গুণ ও ট্যাকটিক্যাল মেধার জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটে পরিচিতি আছে এই কিপার-ব্যাটসম্যানের।

চোট কাটিয়ে ১৩ সদস্যর এই দলে ফিরেছেন তিন পেসার জেভিয়ার বার্টলেট, স্পেন্সার জনসন ও ন্যাথান এলিস। বাঁহাতি পেসার জনসন এর মধ্যে মাঠে ফিরে ঘরোয়া ওয়ানডে কাপের একটি ম্যাচও খেলেছেন। অন্যরাও পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে ম্যাচ খেলবেন ঘরোয়া ক্রিকেটে।

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার এই সিরিজটি শুরু ১৪ নভেম্বর, শেষ ১৮ নভেম্বর। এর চার দিন পরই শুরু ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। টেস্ট ক্রিকেটারদের প্রস্তুতি নির্বিঘ্ন রাখতেই তাদের কাউকে রাখা হয়নি টি-টোয়েন্টি দলে।

শুধু ক্রিকেটাররাই নয়, এই টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুটো ও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরিও।

সহকারী কোচ আন্দ্রে বোরোভেক পালন করবেন মূল কোচের দায়িত্ব। গত বছরের অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে ভারতে ওয়ানডে সিরিজেও তিনি ছিলেন ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে। সহকারী কোচ হিসেবে দলে যুক্ত হবে ব্র্যাড হজ। সাবেক এই ব্যাটসম্যান গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন কোচিং পরামর্শক।

এছাড়াও ম্যাথু ওয়েডকে কোচিং স্টাফে যুক্ত করা হবে বলেও অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ৩৬ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান এখনও অবসর নেননি। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন নিয়মিতই।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, ন্যাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।