ক্যানসারে চোখের পাতা হারালেন হিনা
টুইট ডেস্ক : দীর্ঘদিন ধরে মারণ রোগ ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী হিনা খান। এই মুহূর্তে ক্যানসারের তৃতীয় ধাপ চলছে অভিনেত্রীর। যদিও তিনি আশাবাদী, এই ক্যানসারকে জয় করে ফিরবেন তিনি।
ক্যানসারের মতো মারণ রোগ হিনার শরীরে থাবা বসালেও মানসিক শক্তি ধরে রেখেছেন হিনা। এরই মধ্যে নতুন উপসর্গ দেখা গেল অভিনেত্রীর। কেমোথেরাপি নেওয়ায় চোখের পাতা পড়ে গেছে হিনার। সেই ছবি নিজেই শেয়ার করলেন অভিনেত্রী; জানালেন ক্যানসারের সঙ্গে তার লড়াই চালিয়ে কথা।
সম্প্রতি তার হিনা তার ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, অভিনেত্রীর চোখে মাত্র একটা পলক অবশিষ্ট। হিনা লিখলেন, ‘আমার শক্তির একটি উৎস রয়েছে, জানেন কি সেটা? আমার চোখকে সুন্দর করে ঘিরে রেখেছিল একগুচ্ছ লম্বা ও সুন্দর চোখের পলক।
বর্তমানে এই একটি পলকই একা হয়ে দাঁড়িয়ে রয়েছে। শক্তিশালী যোদ্ধার মতো একা লড়াই করে চলেছে আমার সঙ্গে থেকে। এটাই আমার অনুপ্রেরণা।’
হিনার এই পোস্টের পর ইন্ডাস্ট্রির সহকর্মীরা ভালোবাসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। এছাড়াও তার পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষও। প্রত্যেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেন।
গত জুন মাসের শুরুতে সামাজিক মাধ্যমে নিজের প্রথম ক্যানসারের খবর দেন হিনা। সেখানেই তিনি জানান, স্টেজ থ্রি স্তন ক্যানসার আক্রান্ত।
কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।