চীনে ওয়ালমার্টে ছুরিকাঘাতে নিহত ৩
টুইট ডেস্ক: চীনের শহর সাংহাইয়ের একটি ওয়ালমার্ট সুপার শপে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সেখানে এক ব্যক্তির ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। সেই সাথে আরো ১৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাতে, শহরটির দক্ষিণ-পশ্চিমে ঘনবসতিপূর্ণ জেলা সংজিয়াং-এর একটি শপিং মলে এই ঘটনা ঘটে। এলাকাটিতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে।
ছুরিকাঘাতের ঘটনায় ঘটনাস্থল থেকে লিন নামের ৩৭ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে চীনা পুলিশ। ওই ব্যক্তি অর্থনৈতিক বিরোধের জেরে তার রাগ প্রকাশ করতে সাংহাই এসেছিল বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।