আরও দুই মামলায় গ্রেপ্তার সালমান-দীপু মনি-আনিসুল ও পলক
টুইট ডেস্ক: আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে।
বৈষম্যবিরোরধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বাড্ডা থানা এলাকায় সোহাগ মিয়া ও হাফিজুল শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে আলাদা দুই মামলায় নতুনভাবে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা নাগাদ, কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময়, মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। সেই আবেদনটি মঞ্জুর করেন আদালত।
তবে, নির্দেশনার বিরুদ্ধে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। কিন্তু সেই আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।