নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার
টুইট ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে দেশটির এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিকল্পনার পেছনে ইরান জড়িত বলে দাবি করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির অন্য শীর্ষ কর্মকর্তাদের হত্যাচেষ্টায় ইরানি চক্রান্তের সঙ্গে জড়িত সন্দেহে এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ওই ব্যক্তি দুইবার গোপনে ইরানে গিয়েছিলেন এবং মিশন সম্পন্ন করার জন্য অর্থ নিয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি একজন ব্যবসায়ী। তিনি তুরস্কে বসবাস করতেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে গত মাসে। তার লক্ষ্য ছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান। গত মাসে তাকে গ্রেপ্তার করা হলেও সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।
চলতি বছর এপ্রিল ও মে মাসে এডি নামের এক ইরানি ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করতে দুইবার তুরস্কে যান সন্দেহভাজন ওই ব্যক্তি। ওই সময় তুরস্কের দুই নাগরিক তাকে সাহায্য করেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
দুইবারই এডির ইরান ছাড়তে সমস্যা হওয়ায় ওই ইসরায়েলি নাগরিক চোরাই পথে নিজেই তুর্কিয়ে থেকে ইরান যান। সেখানে এডি ছাড়াও ইরানের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
এডি ওই সন্দেহভাজনকে ইসরায়েলের ভেতরে ইরানের জন্য বিভিন্ন নিরাপত্তা মিশন পরিচালনার নির্দেশ দেন বলেও উল্লেখ করা হয় বিবিসির প্রতিবেদনে।