হরতালেও প্রায় স্বাভাবিক জনজীবন

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আজ রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি।

পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদাভাবে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি দিয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবেএই ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছে ।

তবে রাজধানীতে হরতালেন প্রভাব তেমন দেখা যাচ্ছে না। স্কুল, কলেজ ও অফিস-আদালত এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে বাস ও পাইভেট কার রাস্তায় কম দেখা যাচ্ছে।

এর আগে গত ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করেছিল বিএনপি। এরপর থেকে বিরতি দিয়ে অবরোধ করে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় পঞ্চম দফায় গত বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালন করে বিএনপি।