অধিকাংশ এটিএম বুথ বন্ধ
টুইট ডেস্ক: বেশিরভাগ এটিএম মেশিনে টাকা নেই। ফলে অধিকাংশ বুথ এখন কার্যত অচল। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
অনেক বুথ সচল থাকলেও মিলছে না প্রত্যাশিত পরিমাণ অর্থ। সপ্তাহজুড়েই এটিএম সেবার সংকট তৈরি হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিন ধরে অপর্যাপ্ত নিরাপত্তার কারণে এটিএম বুথে টাকা পাঠানো যায়নি। তাই বেশিরভাগ বুথে টাকা নেই। এমনকি ব্যাংকের অনেক শাখাতেও টাকার অভাব।
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজধানীর অনেক থানা খালি করে চলে যায় পুলিশ। পরদিন থেকে কর্মবিরতির ডাক দিলে সারা দেশ পুলিশশূন্য হয়ে পড়ে। সারা দেশে প্রায় ১৪ হাজার বুথ রয়েছে। গ্রামীণ অঞ্চলে ব্যাংকগুলোর এটিএম সেবার পরিমাণ শহরাঞ্চলের তুলনায় কম।
এদিকে, বৃহস্পতিবার (৮ আগস্ট) নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এক হিসাব থেকে এক লাখের বেশি টাকা উত্তোলন করা যায়নি। তবে এ সিদ্ধান্ত শুধু বৃহস্পতিবারের জন্য প্রযোজ্য ছিল বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দেয়া হয়।