শ্যানেন ডোহার্টি আর নেই
টুইট ডেস্ক : মার্কিন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি আর নেই। ১৩ জুলাই দীর্ঘ সময় ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৩ বছর।
অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার জনসংযোগ কর্মকর্তা জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, দীর্ঘ বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি।
নব্বইয়ের দশকে টেলিভিশন শো বেভারলি হিলস ৯০২০১০-তে হাই স্কুল ছাত্রী ব্রেন্ডা ওয়ালসের চরিত্রটি তাকে তুমুল জনপ্রিয় করে তোলে। ১৯৯৪ সালে চার নম্বর সিজনের সহশিল্পীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত সেই ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নেন শ্যানেন। তাকে ছাড়াই ২০০০ সাল পর্যন্ত চলেছিল ওই ধারাবাহিকের আরও কয়েকটি সিজন।
২০১৫ সালে ক্যানসারে আক্রান্তের কথা জানিয়েছিলেন শ্যানেন। এদিকে ২০২৩ সালে অভিনেত্রী জানিয়েছিলেন, তার শরীরে রোগটি আরও ডালপালা ছড়াচ্ছে। তবে লড়াই চালিয়ে যাবেন তিনি।