পিওনের নামেও হাজার কোটি টাকা ঋণ নিয়েছে নাবিল গ্রুপ
নিজস্ব প্রতিবেদক : অফিসের পিওন থেকে শুরু করে বেশ কয়েকজন কর্মচারীর নামে কাগুজে প্রতিষ্ঠান বানিয়ে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে রাজশাহীর নাবিল গ্রুপ। এছাড়াও একটি দোকানের ম্যানেজারের নামেও তারা ঋণ নিয়েছে ৩৮০ কোটি টাকা। অথচ নাবিলের ব্যবস্থাপনা পরিচালকের দাবি তিনি এসবের কিছুই জানেন না।
প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ব্যাংক থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে জামায়াত-শিবির চক্র। ২০১৭ সালে নতুন পরিচালনা পর্ষদ আসার পরও তা বন্ধ হয়নি। তেমনি একটি প্রতিষ্ঠান রাজশাহীর নাবিল গ্রুপ। ব্যাংকের নথি বলছে, ব্যাংক ঋণের শর্ত ভঙ্গ করে নামসর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে প্রায় পাঁচ হাজার কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে ইসলামী ব্যাংক থেকে।
অনুসন্ধনে জানা গেছে, রাজশাহীর একটি মোটরসাইকেল দোকানের সুলতান আহমেদ। তাকে সুলতান অ্যাসোসিয়েটসের মালিক দেখিয়ে সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে ৩৮০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের কাগজপত্রে সুলতান আহমেদকে সুলতান অ্যাসোসিয়েটসের মালিক দেখানো হলেও বাস্তবের সুলতান মাত্র ২০ হাজার টাকায় চাকরি করেন। যার কোন কোম্পানি নেই, আর ব্যাংক ঋণের কথা শুনে তিনি আকাশ থেকে পড়লেন।
৩৮০ কোটি টাকার ঋণ পাওয়া কথিত এই প্রতিষ্ঠানের কার্যালয়ের ঠিকানা হিসেবে দেখানো হয়েছে রাজশাহীর স্টেশন রোডে সদ্য নির্মিত এক ভবন।
ঋণ পাওয়া আরেকজন রোকনুজ্জামান মিঠু। ১২ হাজার টাকা বেতনে একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে কাজ করছেন। ঋণ নিয়েছেন ৯৫০ কোটি টাকা। রাস্তার মোড়ের একটি চায়ের দোকানে দেখা হয় এই প্রায় হাজার কোটি টাকা ঋণ নেয়া মিঠুর সাথে। কোন উত্তর না দিয়েই দৌড়ে পালান রোকনুজ্জামান মিঠু।
রাজশাহীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষকের কাজ করেন শাজাহান আলী। তার নামের করা প্রতিষ্ঠান এসএস স্ট্রেটলাইন ঋণ নিয়েছে ৯০০ কোটি টাকা। প্রায় হাজার কোটি টাকার মালিকের বাড়ি রাজশাহীর নওহাটা পৌরসভায়। তার স্ত্রী জানান, ৯০০ কোটি টাকার ঋণ দুরের কথা, শাহজাহানের কোন ব্যবসাই নেই।
সামান্য বেতনে চাকুরি করা তিনজন ব্যক্তির সন্দেহজনক এমন ঋণের খবরে রাজশাহীতে অনুসন্ধান চালায় একটি বেসরকারি নিউজ চ্যানেলের প্রতিনিধি দল। তাদের অনুসন্ধান ও নথি পর্যালোচনা করে দেখা যায়, ঋণ পেতে মিঠু আমানত হিসেবে জমা দিয়েছেন ৫০ কোটি টাকা, শাজাহান ১০০ কোটি টাকা এবং সুলতান দিয়েছে ৪০ কোটি টাকা।
জামান সিন্ডিকেটের মালিক রোকনুজ্জামান মিঠুকে ঋণ দেয়া হয়েছে পাবনা জেলা সদর শাখা থেকে। ব্যাংকের তথ্য অনুযায়ী, জামান সিন্ডিকেটের অফিস পাবনা জেলার হেমায়েতপুর উপজেলার ইসলামপুরে, যা ভাড়া নেয়ার পর কয়েকবার শুধু রাতের বেলা খোলা হয়েছে।
একজন অফিস সহকারীর নামে কিভাবে ৯৫০ কোটি টাকার ঋণ দেয়া হলো- এমন প্রশ্নে ইসলামী ব্যাংকের পাবনা শাখার ম্যানেজার মো. শাহজাহান ক্ষিপ্ত হয়ে ওঠেন।
বাড়ির মালিক রেজাউল ইসলাম জানান, জামান সিন্ডিকেটের এই কথিত অফিস ভাড়া ও সাইনবোর্ড টানানোর কাজ করেছেন ইসলামী ব্যাংকের ম্যানেজার মো. শাহজাহান ও সিনিয়র অফিসার জাহিদ হাসান।
মোটরসাইকেলের দোকানের ম্যানেজার সুলতান আহমেদের নামে ৩৮০ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে ইসলামী ব্যাংকের রাজশাহীর নিউমার্কেট ব্রাঞ্চ থেকে। কিভাবে এ ঋণ দেয়া হলো, এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেননি তিনি। তবে জানান, যা হয়েছে সব উপরের নির্দেশে।
নথি বলছে, শুধু নামসর্বস্ব প্রতিষ্ঠানই নয়, এর বাইরেও ব্যাংক ঋণের শর্ত ভঙ্গ করে প্রায় আরও দুই হাজার ৯ কোটি টাকা দেয়া হয়েছে। ইসলামী ব্যাংক থেকে ঋণ নেয়ার বড় শর্ত হলো প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং, কর্পোরেট রেটিং, পাস্ট পারফর্মেন্স। কিন্তু এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এগুলোর কিছুই নেয়া হয়নি।
এমন তুঘলকি কাণ্ড কিভাবে হচ্ছে, তা জানতে ইসলামী ব্যাংকের রাজশাহীর জোনাল হেড মিজানুর রহমান মিজির কাছে গেলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে রাজশাহী অফিস থেকে সটকে পড়েন। তাকে তিনদিন অনুসরণ করে শেষ পর্যন্ত পাওয়া যায় পাবনার চাটমোহর উপজেলার একটি ব্রাঞ্চে। কোন প্রশ্নের উত্তর দিতে না পেরে বরাবর ঘামছিলেন এই কর্মকর্তা। একপর্যায়ে স্বীকার করেন, কর্পোরেট ইনভেস্টমেন্ট কর্মকর্তার নির্দেশে এসব করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, রোকনুজ্জামান মিঠু ও মো. শাহজাহান আলী দুইজনই নাবিল গ্রুপে কাজ করেন। মিঠু অফিস সহকারী আর মো. শাহজাহান হিসাবরক্ষক। তবে সুলতান আহমেদ সরাসরি নাবিল গ্রুপের কর্মচারী না হলেও, তার ঋণের টাকাও গিয়েছে নাবিল গ্রুপের হাতেই।
এর বাইরেও ৫০ কোটি টাকা ঋণ নেয়া এন এন্ড এন ট্রেড নামের একটি প্রতিষ্ঠানের মালিক নাবিল গ্রুপের কর্মচারী রায়হানুল ইসলাম। ঋণ প্রস্তাবে দেয়া প্রতিষ্ঠানের দেয়া ঠিকানায় নাবিল গ্রুপের আরও দুইটি অঙ্গ-প্রতিষ্ঠানের নামফলকও দেখা যায়।
এ বিষয়ে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম স্বপনের সাথে দেখা করতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে দেখা করতে রাজি হননি। তবে তিনি ফোনে বলেন, তার কর্মচারীদের নামে ওঠানো হাজার-হাজার কোটি টাকার ঋণের দায় তার না।
আনোয়ার ইসলাম স্বপনের এই বক্তব্য যে অসত্য, তার প্রমাণ মেলে রাজধানীর বনানীতে নাবিল গ্রুপের ঢাকা অফিসে। ৯০০ কোটি টাকা ঋণ নেয়া এসএস স্ট্রেটলাইনের অফিস আর নাবিল গ্রুপের অফিস একই ভবনে।
দীর্ঘদিন ব্যাংকিং বিভাবে কাজ করা বিশেষজ্ঞরা জানান, এমন ঋণ সাধারণত আগে দিয়ে দেয়া হয়। পরে কাগজগুলো তৈরি করা হয়।
বেনামী প্রতিষ্ঠানের নামে কীভাবে লোনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, এর পেছনে কারা কারা কাজ করেছে- নিজের পরিচয় গোপন রাখার শর্তে এ পুরো প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা।
ইসলামী ব্যাংকে আনোয়ারুল ইসলাম স্বপনের প্রভাবের উৎস কোথায়? এমন প্রশ্নের অনুসন্ধান বলছে, ইসলামী ব্যাংকের রাজশাহীর দুইটি ব্রাঞ্চের অন্তত পাঁচজন কর্মকর্তা এমন লোন নেবার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আর তারা জানান, ঊর্ধ্বতনদের কথা।
অনুসন্ধান বলছে, ২০১৭ সালেও প্রিন্সিপাল অফিসার হিসেবে কাজ করতেন মিফতাউদ্দীন। পাঁচ বছরে সাতটি প্রমোশন হয়েছে তার। বর্তমানে এসএভিপি হিসেবে কর্মরত। পাশাপাশি ইসলামী ব্যাংকের কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং-১ এর প্রধানের দায়িত্ব পালন করছেন।
এমন আরও ছয়জন কর্মকর্তার নাম এসেছে অনুসন্ধানে। যারা গেল পাঁচ বছরের মধ্যে তিন থেকে আটটি পদোন্নতি পেয়েছেন। যার জন্য কাজের ক্ষেত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, প্রত্যেকই কর্মজীবনে রাজশাহী ও চট্টগ্রামে ছিলেন।
সিন্ডিকেটের কয়েকজন সদস্য পাঁচ বছরে কিভাবে তিন থেকে আটটি পর্যন্ত পদোন্নতি পেয়েছেন? ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশ সম্পর্কে জানতে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে গেলে তিনি জানান, এসব বিষয়ে তিনি কোনো কথা বলতে চাননা।
তবে অনুসন্ধানে জানা গেছে এক সময়ের জামায়ত-শিবিরের নেতা আমিনুল ইসলাম স্বপন আমদানি-রপ্তানির ব্যবসা শুরু করার পর ২০০৮ সালে রাজশাহী ইসলামী ব্যাংকের নিউমার্কেট শাখায় প্রথম পাঁচ লাখ টাকা ঋণ নেন। আমিনুল ইসলাম স্বপনের অন্যতম ব্যবসায়িক অংশীদার ছিলো যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ট্রাষ্ট। এরপর ধীরে ধীরে ঋণের পরিমাণ বাড়তে থাকে।
ইসলামী ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা আর রাজনৈতিক প্রভাবেই মূলত বাড়ে ঋণের পরিমাণ। ২০১৭ সালে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন হবার পর নতুন পর্ষদের সাথে তার সখ্যতা আরও বৃদ্ধি পায়। এরপর বিদ্যুৎ গতিতে তার ঋণ ও বেনামে নেয়া অস্বাভাবিক ঋণ বাড়তেই থাকে। সূত্র- একাত্তরটিভি