উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৯ জনের মৃত্যু
টুইট ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক বাংলাদেশী ও ৮ জন রোহিঙ্গা নিহত হয়েছেন।
বুধবার সকাল ৬টার দিকে উখিয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস ও একই উপজেলার পালংখালীতে দেয়াল ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর হোসেন।
দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে ৯ জনের মধ্যে চার বছরের এক শিশু, ১২ বছরের এক কিশোর ও কয়েকজন নারী রয়েছেন।
ইউএনও তানভীর হোসেন জানান, সকালে খবর আসে উখিয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস হয়। এ ঘটনায় ১ বাংলাদেশী ও ৮ জন রোহিঙ্গা মাটির নিচে চাপা পড়ে নিহত হন। এখনও উদ্ধার কাজ চলছে বলে জানান তিনি।