নুসেইরাত ক্যাম্পে ইসরায়েলের বোমা হামলা, নিহত ১২

টুইট ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে তাণ্ডব অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। পুরো উপত্যকা জুড়ে অবিরত হামলা চালিয়ে যাচ্ছে তারা।

গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আল-মাদৌন পরিবারের পাঁচজনসহ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতাভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় অন্য একটি বাড়ির কমপক্ষে সত সদস্য নিহত হয়েছেন। সেখানেও অনেকে আহত হয়েছেন।

হামাস নির্মূল এবং জিম্মি উদ্ধারের নামে সম্প্রতি মাস খানেক ধরে পুরো গাজাজুড়ে হামলা ও অভিযান বৃদ্ধি করেছে ইসরায়েল। এতে করে উপত্যকাটিতে প্রতিনিয়ত বাড়ছে নিহতের সংখ্যা।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অনবরত হামলা চালানো হচ্ছে। এ হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নিহত হয়েছে। যার মধ্যে বেশিরভাগই নারী-শিশু।