বিশ্বের প্রভাবশালী নারী কারা?
টুইট ডেস্ক : নারীরা বিভিন্ন সময় সমাজে নিজেদের অবদান রেখেছেন। পুরুষের চোখে চোখ রেখে আদায় করে নিয়েছেন নিজেদের সম্মান। এ রকমই কয়েক জন মহীয়সী নারীকে চিনে নিন-
১. ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। তার আমলের বিভিন্ন কাজ নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। কিন্তু ভারতীয় রাজনীতিতে তার প্রভাব ছিল অন্যতম।
২. মাদার তেরেসা তার সেবাধর্মের জন্য গোটা বিশ্বে সমাদৃত। ভারতে দুস্থদের সেবায় জীবন কাটিয়েছেন তিনি।
৩. রানি এলিজাবেথ ছিলেন ইংল্যান্ডের রানি। তিনি যে সময় ব্রিটেনের রানি ছিলেন, সে সময় গোটা বিশ্ব শাসন করত ইংরেজরা।
৪. সম্রাজ্ঞী দোয়াগার সিশি চীনের এক প্রভাবশালী নারী ছিলেন। জিং রাজত্বকালে তার ভূমিকা অন্যতম।
৫. আদা লোভালেস ছিলেন গণিতজ্ঞ। তিনি ছিলেন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার।
৬. জোয়ান অব আর্ক ছিলেন ফরাসি নারী। ফরাসি সেনাবাহিনীতে তার অবদান এখনো সমাদৃত হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।
৭. মার্গারেট থ্যাচার ছিলেন ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী। তার রাজনীতির ধরন মোহিত করেছিল সে দেশবাসীকে।