২০২৪ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি

টুইট ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি (সকল) ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি (সকল) ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফরম পূরণের সময়সীমা আগামী ১৮ নভেম্বর ২০২৩ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।

অনলাইনে আবেদন ফরম পুরণ পরবর্তী আবেদনকারীগণ ১৮ নভেম্বর ২০২৩ দিবাগত রাত ১২.০০ টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।