দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে বন্ধ থাকবে নৌযান চলাচল
টুইট ডেস্ক : উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৭টি উপজেলার ভোটগ্রহণ আগামী ২১ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ভোটগ্রহণের দিন এবং এর আগে ও পরে কিছু নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বিষয়টি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের চিঠি পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. রফিকুল ইসলামের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় থেকে আগামী ২১ মে ১৫৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন উপলক্ষ্যে ভোটের আগের দিন ২০ মে (সোমবার) দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন মধ্যরাত অর্থাৎ ২১ মে (মঙ্গলবার) রাত বারোটা পর্যন্ত সব নির্বাচনী এলাকায় বিশেষ কয়েকটি নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। নৌযান গুলো হচ্ছে, লঞ্চ ও ইঞ্জিন চালিত বোট।
চিঠিতে এসব নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষমতা জেলা প্রশাসকদের ওপর নির্দেশক্রমে অর্পণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৫৭টি উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১ ও চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।