তালা ভেঙে ঘরে ঢুকেছিলেন সালমান, সেই রাতের ঘটনা বললেন মিঠুন
টুইট ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান সম্পর্কে খুব দুষ্টু ও অনেক পছন্দের বলে জানিয়েছেন টালিউড জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।
সম্প্রতি টিভি রিয়েলিটি শো সা রে গা মা পা’র এক শোতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে, জ্যাকি শ্রফ, সালমান খান, সঞ্জয় দত্ত এবং অক্ষয় কুমারের মধ্যে কে তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? তখন মিঠুন চক্রবর্তী মজা করে বলেছিলেন, সালমান খান। আর সে খুব খুব দুষ্টু।
তারপর মিঠুন ব্যাখ্যা করে বলেন, ‘সালমান খান একটু বেশিই আমার পছন্দের, আমরা দুজন একসঙ্গে থাকলে এক মিনিটের জন্যও শান্ত থাকতে পারি না। সে আমাকে খুঁজতে থাকে। যদি আমি ঘুমিয়ে থাকি, তিনি আমাকে জাগিয়ে দেন।
আমরা সেন্ট পিটার্সবার্গে শুটিং করছিলাম, প্রায় রাত ২টার দিকে আমি ঘুমাচ্ছিলাম। আমি আমার ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ করে রেখেছিলাম, কীভাবে সালমান দরজা খুলে ভেতরে গেলেন, আমি এখনও জানি না।’
তারপর ঘুম চোখে অভিনেতা বেশ অবাক হয়েছিলেন। মিঠুন আরও বলেন, ‘সালমান ভেতরে এসেছিলেন, এর পরে ভেতরে কী হয়েছিল তা আমি বলতে পারব না।
তবে আমি যখন চোখ খুললাম, তখন তিনি আমার সামনে দাঁড়িয়েছিলেন, হাসছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘কী মানুষ! এমন অদ্ভুত কেন?’
মিঠুনকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাদের চারজনের মধ্যে কে একজন মোহনীয়, যার জবাবে মিঠুন বলেছিলেন, ‘সকলেই’। ভাইজানকে নিয়ে মিঠুন বলেন, ‘সালমান, সে কখনই বিয়ে করবে না। কিন্তু তিনি তাদের সবাইকে বোকা বানিয়েছেন।’