রাজশাহীর ৭ হিমাগারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক : বাজারে আলুর চড়া মূল্য, কৃত্রিম সংকট তৈরি ও হিমাগারের মজুত পরিস্থিতি দেখতে রাজশাহীর সাতটি হিমাগারে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে রাজশাহী বিভিন্ন এলাকায় অবস্থিত সাতটি হিমাগারে পর্যায়ক্রমে এ অভিযান চলে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা অভিযানে নেতৃত্ব দেন। এ সময় তার সঙ্গে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা তন্ময় কুমার ছাড়াও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা ছিলেন। এ সাতটি হিমাগারের সরবরাহ ও মজুত পরিস্থিতিতে ব্যাপক গরমিল ধরা পড়ায় তাদের প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা বলেন, সরকার নির্ধারিত আলুর তালিকা প্রদর্শন না করা এবং মজুত থাকা আলুর পরিমাণের তথ্যে গড়মিল ধরা পড়লে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯ (১) ধারায় যেকোনো মজুতদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। দেশের মধ্যে আলু উৎপাদনকারী অন্যতম এলাকা রাজশাহীতে আলুর বাজার পরিস্থিতি ও মজুত পরিদর্শনের লক্ষ্যে জেলা প্রশাসনের বাজার তদারকি ও নজরদারি অব্যাহত রয়েছে।